আমাদের সম্পর্কে
"উঁচা উঁচা পাবত তঁহি বসই সবরী বালী।
মোরঙ্গি পীচ্ছ পরহিণ সবরী গীবত গুঞ্জরী মালী।।
উমত সবরো পাগল শবরো মা কর গুলী গুহাডা তোহৌরি।
ণিঅ ঘরনি ণামে সহজ সুন্দারী।।
ণাণা তরুবর মৌলিল রে গঅণত লাগেলি ডালী
একেলী সবরী এ বণ হিণ্ডই কর্ণ কুণ্ডলবজ্রধারী।।"
মোরঙ্গি পীচ্ছ পরহিণ সবরী গীবত গুঞ্জরী মালী।।
উমত সবরো পাগল শবরো মা কর গুলী গুহাডা তোহৌরি।
ণিঅ ঘরনি ণামে সহজ সুন্দারী।।
ণাণা তরুবর মৌলিল রে গঅণত লাগেলি ডালী
একেলী সবরী এ বণ হিণ্ডই কর্ণ কুণ্ডলবজ্রধারী।।"
লুইপা, ভুসুকুপা, কাহ্নপায়ের চর্যাপদ এযাবৎ পর্যন্ত পাওয়া বাংলা সাহিত্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন । দ্বাদশ শতাব্দীর সেই গ্রন্থ থেকে শুরু হয়েছে বাংলা সাহিত্যের পথ চলা যা আজও চলমান। কত কবি, সাহিত্যিক তাঁদের অবদান রেখে গেছেন এই বাংলায় তা গুনে শেষ করা যাবে না। বাংলা সাহিত্যে অগণিত লেখক ও তাঁদের অনন্য সৃষ্টি সমূহের একটি ধারা বিবরণী আমরা একসাথে এক ছাদের তলায় আনার চেষ্টা করেছি। এখানে নতুন পুরোনো সমস্ত বই, লিটল ম্যাগাজিন, পত্রিকা সংগ্রহে রাখা হয়েছে । এর মাধ্যমে যেকোনো বাংলা বই সম্পর্কে অর্থাৎ বই টির সারসংক্ষেপ, লেখক পরিচিতি, প্রকাশক, প্রাপ্তিস্থল, মূল্য এই বিষয় গুলি উৎসাহী পাঠককে জানানোর চেষ্টা করা হয়েছে । আমরা আশা করছি এতে বই এর লেখক, প্রকাশক, বিক্রেতা ও যেমন উপকৃত হবেন সাধারণ পাঠককুল ও নিত্য নতুন বই এর খবর পাবেন আমাদের এই ওয়েবসাইট থেকে।
আমাদের ওয়েবসাইট এর কথা সবাই কে জানান, আর আপনার মূল্যবান মন্তব্য আমাদের পাঠান । আমাদের ইমেইল পাঠাতে 'যোগাযোগ করুন' লিংক এ যান ।